• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টেকনাফে অপহরণচক্রের প্রধান আটক, অস্ত্র উদ্ধার

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৮:৪০ পিএম

টেকনাফে অপহরণচক্রের প্রধান  আটক, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ভয়ঙ্কর অপহরণচক্রের নেতা বদরুদ্দোজা ওরফে বদরুজকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দস্তগীর হোসেন জানান, বদরুজের কাছ থেকে একটি বন্দুক, দুটি ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কিরিচ, একটি রাম দা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। বদরুজ দীর্ঘদিন ধরে বাহারছড়া ও হোয়াইক্যং এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতি ও অপহরণ চক্র পরিচালনা করে আসছিল।

সম্প্রতি তার নেতৃত্বে হোয়াইক্যং থেকে ১১ জন কৃষক এবং বাহারছড়া থেকে পল্লী চিকিৎসক জহির অপহরণের শিকার হন। মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দেওয়া হলেও এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদে বদরুজ স্বীকার করেন যে-অপহরণ কাজে ব্যবহারের জন্য অস্ত্র মজুদ রাখা হতো ডাকাত জলিলের বাড়ির লাকড়ির স্তুপের নিচে। সেখান থেকে অস্ত্র বের করে দলের সদস্যদের দিয়ে অপহরণ কার্যক্রম পরিচালনা করত।

আর্কাইভ