• ঢাকা বুধবার
    ১৮ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১

র‌্যাবের অভিযানে ধরা পড়েছে সাতক্ষীরার চিহ্নিত এক প্রতারক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৭:৩৮ পিএম

র‌্যাবের অভিযানে ধরা পড়েছে  সাতক্ষীরার চিহ্নিত এক প্রতারক

সাতক্ষীরা প্রতিনিধি

অবশেষে র‌্যাবের অভিযানে ধরা পড়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিহ্নিত প্রতারক হাবিবুল্লাহ হাবিব (৪৩)। শুক্রবার র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল তাকে শহরের পলাশপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, গত এক যুগেরও বেশী সময় ধরে সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম ছিল হাবিবুল্লাহ। তার নামে কালোবাজারি, দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধা, চাকরি দেয়ার নামে প্রতারণাসহ নানা অভিযোগে ৯টি মামলা রয়েছে। 

র‌্যাব কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিএনপি নেতৃবৃন্দের সাথে ছবি তুলে সামাজিক মাধ্যমে প্রচার করে আসছিল হাবিবুল্লাহ। একইসঙ্গে ছাত্র সমন্বয়কদের সাথেও তাল মিলিয়ে চলছিল এ প্রতারক।

আর্কাইভ