• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করা শিশু হাবিবুরকে সংবর্ধনা

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ১০:১৮ এএম

মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করা শিশু হাবিবুরকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি

মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনে হিফজ করা ৭ বছরের শিশু হাবিবুর রহমানকে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে ওই বিস্ময় শিশুর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ  ছাত্র মজলিস নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা বোরহান উদ্দিন ও নোয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ মুবারক বিন মোর্শেদ ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি আরাফাত বিন জাহাঙ্গির ও বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ কারি শাহাদাত হোসাইন ও প্রধান হাফেজ নুরুল আলম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ‘শিশু হাফেজ হাবিবুর রহমান নিশ্চয়ই মহান আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, এটা পবিত্র কোরআনের এক অনন্য মুজিজাও বটে। এত কম বয়সে কোরআনের ৩০ পারা হৃদয়ে ধারণ করা বিস্ময়কর! হাবিবুর রহমান আগামীতে যেন তার এ মেধাকে কাজে লাগিয়ে ইসলাম এবং দেশের খেদমত করতে পারে সেটাই আমাদের প্রত্যাশা। তার আগামীর জীবন সুন্দর এবং সাফল্যমণ্ডিত হোক সে কামনা করেন নেতৃবৃন্দ।’

 উল্লেখ্য, বিস্ময়কর ও প্রখর মেধাবী হাবিব নোয়াখালী বেগমগঞ্জের বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। সে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দী গ্রামের সৌদি প্রবাসী মাইনুদ্দিন রাসেলের ছেলে। 

আর্কাইভ