• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সারাদেশে বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ শুরু করেছে স্কয়ার

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ১০:৫২ পিএম

সারাদেশে বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ শুরু করেছে স্কয়ার

পাবনা প্রতিনিধি

দেশে বজ্রপাত অন্যতম ঝুঁকি সৃষ্টি করেছে। বিগত ৪০ বছরে দেশে বজ্রপাতের সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ। তাই ২০১৬ সালে বজ্রপাতকে জাতীয় দুর্যোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে সরকার।

ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তন জনিত কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন, জলোচ্ছাস বিলাঞ্চলের সাধারণ মানুষসহ কৃষকের নিত্যসঙ্গী। খোলা আকাশের নিচে মাঠে কাজ করার ফলে বজ্রপাতে হতাহতের মধ্যে বড় অংশ কৃষক শ্রেণীর।

তাই তাদের জীবন রক্ষায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে সড়কের দুইপাশে তালগাছের চারা রোপণ কর্মসূচি শুরু করেছে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পাবনার চাটমোহরে ৫শ’ তালগাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার পার্শ্বডাঙ্গা-ফৈলজানা ইউনিয়নের ডিকশির বিল এলাকায় সংযোগ সড়কের দুইপাশে এসব তালগাছের চারা রোপণ করে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন।

এ সময় চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, স্কয়ার গ্রুপের অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনাল জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত, সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ জিল্লুর রহমান, জোনাল সেলস ম্যানেজার রেজাউল করিম এবং ফিল্ড ম্যানেজার মুরাদ হোসেনসহ এলাকার সাধারণ কৃষক ও সুধীজন উপস্থিত ছিলেন।  

পরে কুঠিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বজ্রপাতের ঝুঁকি এড়াতে স্থানীয় কৃষক ও জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তালগাছের প্রয়োজনীয়তা তুলে ধরেন অতিথিরা। অনুষ্ঠান শেষে গ্রামবাসীর মাঝে আমের চারা বিতরণ করা হয়।

স্কয়ার অ্যাগ্রোভেট ও ক্রপ কেয়ার ডিভিশনাল জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত জানান, ’চলনবিল বিল অধ্যুষিত এলাকা। যেকারণে ফসলের মাঠে কাজ করার সময় বেশিরভাগ কৃষক মারা যান বজ্রপাতে। এজন্য চাটমোহরে ৫শ’টি তালগাছের চারা রোপণ করার মাধ্যমে সারাদেশব্যাপী বজ্রপাত প্রবণ এলাকায় তালের চারা রোপণ কর্মসূচি ঘোষণা করেছে স্কয়ার গ্রুপ।’
 

আর্কাইভ