প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৮:০২ পিএম
আঞ্চলিক বৈষম্য নিরসনসহ দেশের উত্তরাঞ্চল থেকে উপদেষ্টা পরিষদে প্রতিনিধি রাখার দাবিতে গাইবান্ধা ও পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। দাবি পূরণ না হলে উত্তরাঞ্চলের সঙ্গে পুরো দেশের যোগাযোগ বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি দেয়া হয়েছে। দাবি পূরণে আলটিমেটাম দেয়া হয়েছে ৭২ ঘণ্টার ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতার উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে চৌমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র জনতা।
এ সময় বক্তারা, আগামী ৭২ ঘণ্টার মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে দুইজন করে কমপক্ষে ৪ জন উপদেষ্টা নিয়োগ ও উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর বহিষ্কারসহ আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবি জানান। ৭২ ঘণ্টার মধ্যে দাবি কার্যকর না হলে রাজধানী ঢাকাসহ সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধসহ সরকারি সব কার্যক্রম বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের মাসুদ রানা, বাইজিদ বোস্তামি জিম, মাসুদ রানা শেখ, মেহেদী হাসান, শরিফুল ইসলাম আকাশ, অর্ণব আহমেদ সামিদ, কাফি ইসলাম লিমন, মোহাম্মদ মোত্তাকিমসহ অন্যান্যরা।
পঞ্চগড় প্রতিনিধি জানান, আঞ্চলিক বৈষম্য নিরসনে তিন দফা দাবিতে পঞ্চগড়েও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয়রা। বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা শহরের জজ কোর্ট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা বাস মালিক সমিতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, উত্তরাঞ্চল থেকে ছাত্র আন্দোলনের সূত্রপাত হলেও দেশের দক্ষিণাঞ্চলকে প্রাধান্য দেয়া হচ্ছে। একের পর এক উপদেষ্টাও নিয়োগ দেয়া হচ্ছে সেদিক থেকে। বর্তমানে ১৩ জনের মত দায়িত্ব পেয়েছেন। কিন্তু উত্তরাঞ্চলে অনেক যোগ্য লোক রয়েছেন, তাদের কাউকেই উপদেষ্টা নিয়োগ দেয়া হচ্ছে না। অচিরেই উত্তরাঞ্চলের সাথে বৈষম্য নিরসন করতে হবে।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দসুর রহমান সান, সহ সমন্বয়ক খোরশেদ মাহমুদ, মাহফুজ আলম প্রমুখ বক্তব্য রাখেন।