• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পুরনো নীতি পরিবর্তন না হলে জনগণের মুক্তি হবে না : রুহিন হোসেন প্রিন্স

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৭:০১ পিএম

পুরনো নীতি পরিবর্তন না হলে জনগণের  মুক্তি হবে না : রুহিন হোসেন প্রিন্স

পঞ্চগড় প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন গণতন্ত্র সুরক্ষা ও মানুষের ক্ষমতায়নে দেশের সব সেক্টরের পুরনো নীতি পরিবর্তন না হলে জনগণের ক্ষমাতায়ন ও মুক্তি হবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা ধানহাটি মাঠে বাংলাদেশের কমিউনিস্ট পাটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিপিবি পঞ্চগড় জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বোদা উপজেলা সভাপতি বাবলু দে ও সাধারণ সম্পাদক লিহাজ উদ্দীন মানিক বক্তব্য রাখেন।

আর্কাইভ