• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বিষমুক্ত সবজি উৎপাদনে আহবান

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:৫৬ পিএম

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। 

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) দিদারুল ইসলাম। 

কর্মশালায় নিরাপদ খাদ্যের উপর জোর দিয়ে বক্তারা বলেন, খাদ্য উৎপাদনে কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদন উদ্যোগী হতে হবে। ফলমূলসহ বিভিন্ন খাদ্য গ্রহণে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে। কেননা নিরাপদ খাদ্যের অভাবে প্রতিবছরই হাজারো মানুষ ক্যান্সার, হৃদরোগসহ নানা রোগে আক্রান্ত হন। নিরাপদ খাদ্য গ্রহণ করা গেলে নানা রোগ এড়ানো সম্ভব বলে মনে করেন বক্তারা। 

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়। এসময় অন্যান্যদের মধ্যে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, জেলা মৎস কর্মকর্তা একেএম আব্দুল হালিম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী। কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আইয়ূব হোসেন।

আর্কাইভ