• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৬:৪২ পিএম

বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন

পাবনা প্রতিনিধি

বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন শেষে বক্তারা বলেন, উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গ কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এমন নিয়োগ ছাত্রসমাজ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

তারা আরও বলেন, ছাত্রজনতার আন্দোলনের বিপক্ষে থাকা এবং মামলার আসামিকে উপদেষ্টা করার সিদ্ধান্ত শহিদদের সঙ্গে বেঈমানি। বিতর্কিত উপদেষ্টাকে অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ