প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৪, ০৪:২৯ পিএম
বিতর্কিতদের অন্তর্বর্তী সরকারে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের বড়বকড়ি হাটে শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই পরামর্শ দেন।
অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য অন্য তত্ত্বাবধায়ক সরকারের মত নয় উল্লেখ করে ফখরুল বলেন, ‘নতুন তিন উপদেষ্টা শপথ নিয়েছেন। বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারে নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিন্তা করতে হবে। যাতে নতুন করে আর বিতর্কের সৃষ্টি না হয়। বিষয়গুলোকে রাজপথে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
ফ্যাসিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে দাবি করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে দলটি। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল ১৫ বছর ধরে লড়াই করেছিল এই ফ্যাসিবাদীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য।’
‘বিএনপির ৭০০ নেতাকর্মী গুম ও কয়েক হাজার প্রাণ হারিয়েছেন এবং প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। বেগম খালেদা জিয়াকে ছয়বছর কারাগারে থাকতে হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, বললেন মির্জা ফখরুল।
অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে সরকারকে সময় দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে ১৬ বছরের জঞ্জাল সরিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়াতে ভিত্তি স্থাপন করার।’
সরকারকে দ্রুত সংস্কার কাজ শেষে নির্বাচন আয়োজন করার পরার্মশ দিয়ে ফখরুল বলেন, ‘তাদের কাজগুলো মানুষের সামনে আনতে হবে। যাতে করে মানুষ বুঝতে পারে সরকার কাজ করছে।’