• ঢাকা সোমবার
    ২৭ জানুয়ারি, ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

পাবনায় ইসিজি মেশিন ব্যবহারে বাঁধার অভিযোগ দালাল সাদ্দাম আটক

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৬:৪৭ পিএম

পাবনায় ইসিজি মেশিন  ব্যবহারে বাঁধার অভিযোগ দালাল সাদ্দাম আটক

পাবনা প্রতিনিধি

পাবনা জেনারেল হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাঁধা প্রদান ও কর্মচারীদের হত্যার হুমকির অভিযোগে এক দালালকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাকে হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়। আটককৃত দালাল সাদ্দাম হোসেন (৩২) পাবনা শহরের শালগাড়িয়া মালিগলি স্কুলপাড়া মহল্লার কুদ্দুস আলীর ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। 

হাসপাতালের কর্মচারীরা জানান, অভিযুক্ত সাদ্দাম একজন নিয়মিত চিহ্নিত দালাল। হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সামনে একটি রুমে সরকারি ইসিজি মেশিন রয়েছে। যেখান থেকে মাত্র ৮০ টাকায় ইসিজি করেন রোগীরা। সাদ্দাম জোর করে অস্ত্রের মুখে রোগীদের জিম্মি করে সরকারি মেশিনের বদলে তার নিজস্ব ইসিজি মেশিনে পরীক্ষা করাতে বাধ্য করাতেন রোগী ও তাদের স্বজনদের। আর পরীক্ষার ফি বাবদ এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত আদায় করতেন। 

গত ৬ নভেম্বর সাদ্দাম হাসপাতালের ইসিজি মেশিন ব্যবহারে বাঁধা দেন এবং ইসিজি মেশিনের কিছু অংশ খুলে নিয়ে যান। এসময় বাঁধা দিতে গিলে হাসপাতালের কর্মচারীদের হত্যার হুমকি দেন তিনি। 

বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে সেনাবাহিনী পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাদ্দামকে আটক। এ প্রসঙ্গে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আটকের সময় সাদ্দামের কাছ থেকে মাদকদ্রব্যও পাওয়া গেছে।  

পুলিশের তথ্য বলছে, গত বছরের ২ ফেব্রুয়ারী এই হাসপাতালের কর্তব্যরত একজন নার্সকে মারধরের ঘটনায় সাদ্দামের বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসহ চারটি হত্যা মামলা রয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ