• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

ভোলায় খনন করা হবে ১৯ গ্যাসকূপ: জ্বালানি উপদেষ্টা

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৫:৪৯ পিএম

ভোলায় খনন করা হবে ১৯ গ্যাসকূপ: জ্বালানি উপদেষ্টা

ভোলা প্রতিনিধি

দেশে তীব্র গ্যাস সংকটের মধ্যে ভোলায় আরও ১৯ টি নতুন কূপ খনন করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১ নভেম্বর) ভোলায় গ্যাসকূপ ও প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন শেষে তিনি একথা জানান।

তিনি বলেন, আগামী বছর (২০২৫) সালের মধ্যে পাঁচটি ও ২০২৮ সালের মধ্যে বাকি ১৪টি কূপ খনন করা হবে। চার বছরে খনন করা হবে ১৯টি কূপ। ভোলায় আরও গ্যাস পাওয়ার যে সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতেই সরকারের এমন উদ্যোগ।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। দরকার প্রায় ৪ হাজার এমএমসিএফ গ্যাস। সেখানে আমাদের স্থানীয় ও আমদানি করা গ্যাস ৩ হাজার এমএমসিএফ এর মতো। ঘাটতি মেটানোর জন্য বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করা হয়।

ভোলায় সফর সম্পর্কে ফাওজুল কবির খান বলেন, এখানে আসার উদ্দেশ্য হলো আরও গ্যাস পাওয়া যায় কিনা সেটার সম্ভাবনা এবং কি করলে আরও বেশি গ্যাস পাওয়া যাবে তা দেখা। এখানে (ভোলায়) যে গ্যাস আবিস্কৃত হয়েছে সেই গ্যাসের পূর্ণ ব্যবহার হচ্ছে না। এই গ্যাস কিভাবে পূর্ণ ব্যবহার করা যায় তা নিয়ে পরিকল্পনা হচ্ছে।  

নতুন কূপ খননের কথা উল্লেখ করে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে পাঁচটি এবং ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে আরও ১৪টা কূপ খনন করা হবে। এসব কাজ নির্দিষ্ট কাউকে না দিয়ে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যার কাছ থেকে সবচেয়ে ভালো প্রস্তাব পাব তাকেই দেয়া হবে।

একদিনের সফরে উপদেষ্টা ইলিশা-১, ভোলা নর্থ-১ গ্যাসকূপ, বোরহানউদ্দিন শাহবাজপুর গ্যাসফিল্ড ও বোরহানউদ্দিনর দুটি বিদ্যুৎপ্লান্ট পরিদর্শন করেন।

এসময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব ফারজানা মমতাজ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্টোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ