• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৭:৫৯ পিএম

নোয়াখালীতে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটের ধানসিঁড়ি ইউনিয়নে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বসানো হয়েছে পশুর হাট। এই হাট বন্ধ করতে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে গেলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালায় স্থানীয়রা। সময় ম্যাজিস্ট্রেটের গাড়িটি ভাঙচুর করা হয়।

সোমবার (১২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নবগ্রামের চিরিংগা বাজারে হামলার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার।

তিনি বলেন, ‘সরকারি নিষেধ অমান্য করে চিরিংগা বাজারে গরুর হাট বসানোর খবর পেয়ে অভিযান চালানো হয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে উৎসুক জনতা লাঠিসোটা নিয়ে তাতে হামলা চালায়। এতে গাড়ির ভেতরে বাইরের অংশের কাচ ভেঙে গেছে। পুলিশ থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনায় একটি মামলা করা হবে।

স্থানীয় চেয়ারম্যান বাজার কমিটির লোকজনের উপস্থিতিতে গরুর বাজারটি বন্ধ করা হয়েছে বলে জানান এই ইউএনও।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানি উপলক্ষে চিরিংগা বাজারে গরুর হাটের আয়োজন করা হয়। সোমবার দুপুর থেকে ওই বাজারে গরু আনতে শুরু করেন বিক্রেতারা। বিকেলে খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ওই অভিযান চালান। অভিযানে সহযোগিতা করেন কবিরহাট থানার সহকারী এসআই রফিক উল্যার নেতৃত্বে একদল পুলিশ।

বিষয়ে কবিরহাট থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়ে মামলা করা হচ্ছে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

মামুন/এম. জামান

আর্কাইভ