• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে’

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৬:১৭ পিএম

‘নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে’

রংপুর ব্যুরো

নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী মিছিল করলে সঙ্গে সঙ্গেই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন থেকে ছাত্রলীগসহ নিষিদ্ধে সংগঠনের হয়ে যদি কেউ কখনো মিছিল করে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হবে।

আজ শনিবার বিকেলে রংপুর জেলা পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক অনুষ্ঠানে এ কথা বলেন আইজিপি।

বিভিন্ন অপকর্মে জড়িত ছাত্রলীগের নেতাকর্মীরা পরবর্তিতে বিসিএস দিয়ে বিভিন্ন মাধ্যমে পুলিশে এসে পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন।

অতীতে অনেক রাজনীতিবিদ পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে মন্তব্য করে আইজিপি বলেন, এই চর্চা বন্ধ করতে হবে। কেউ রাজনীতি করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করুন।

ছাত্র-জনতার আন্দোলনে যারা গুলি চালিয়েছে, নির্যাতনে জড়িত এসব পুলিশের সদস্যদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, তাদের বিচারের আওতায় আনা হবে।

এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আর্কাইভ