• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪, ১১:১২ এএম

নীলফামারীতে আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ ২০২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। এটি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় হত্যা মামলা।

মঙ্গলবার (২২ অক্টোবর) নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

মামলার বাদী ২০১৩ সালের ১৪ ডিসেম্বর সদর উপজেলার টুপামারী বাজারে সহিংসতার ঘটনায় নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে মো. লিটন রহমান।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকাল ৩টার দিকে রামগঞ্জ বাজারে আওয়ামী লীগের এক হাজার থেকে ১৫০০ লোক আক্রমণ করে বেধরক মারপিট আরম্ভ করে। কৃষক সিদ্দিক আলী বাজারে গুরুতর আহত হয়ে রাস্তায় আসাদুজ্জামান নূরের গাড়িচাপায় মারা যান।

একই দিনের ঘটনায় নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর স্ত্রী সুখধন গ্রামের বাসিন্দা শাহানাজ বেগম গত ১৫ সেপ্টেম্বর আসাদুজ্জামান নূরকে আসামি করে ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেছেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ