• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী বিবেচিত হবেন’

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০৬:০৮ পিএম

‘কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী বিবেচিত হবেন’

রাজশাহী ব্যুরো

কাজে যোগ না দেওয়া ১৮৭ জন পুলিশ সদস্য সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের (পলাতক পুলিশ সদস্যদের) দেখামাত্র গ্রেপ্তার করা হবে এবং অপরাধী হিসেবে বিচার করা হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরে মেরিটের বাইরে অন্য বিবেচনায় বিসিএসে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ‘পুলিশের মনোবলের উন্নতি হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুদিন সময় লাগবে।’

আর্কাইভ