• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৪, ১০:৫৩ এএম

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৩ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর করিমপুর হাইওয়ে থানা (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী।

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।  দুর্ঘটনাস্থলে হাইওয়ের রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলীত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বের করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন। প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের সংঘর্ষ হয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ