• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি, নিহত ১

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০২:২৮ পিএম

বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি, নিহত ১

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে বাংলাদেশি মাছ ধরার ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছুড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়াও ৫টি ট্রলারসহ ৬০ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ৫০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।

নিহত জেলের নাম মো. ওসমান (৫০)। গুলিবিদ্ধ দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

আর্কাইভ