• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজশাহীতে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১০:৫২ পিএম

রাজশাহীতে আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বিভিন্ন থানার পুলিশ ও র‌্যাব। তাদের মধ্যে জেলার বাগমারায় ৯ জন ও দুর্গাপুর উপজেলায় ৫ জন, তানোরে ২ জন ও মহানগর এলাকায় ৩ জন নেতাকর্মী রয়েছেন।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতারকৃতদের সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাতে র‌্যাব-৫ এর একটি দল নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকা থেকে গ্রেফতার করেন মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম মানিক (৩৮), যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (৫২) ও ছাত্রলীগ নেতা সুজন ইসলামকে (৩০)। গ্রেফতারকৃতদের মধ্যে মানিক রাবি কর্মচারী ও ঠিকাদার বলে জানা গেছে।

গ্রেফতারকৃতরা গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় নগরীর আলুপট্টিতে মিছিলে হামলার ঘটনায় নিহত শিবির নেতা আলী রায়হানের ভাই রানা ইসলামের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

এদিকে রাজশাহীর দুর্গাপুরে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান (২৮), ঝালুকা ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জহরুল হক(৩৫), কিসমতগণকৌড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আসলাম আলী(৩৭), শালঘড়িয়া এলাকার যুবলীগ কর্মী সুমন (৩৮) ও মাসুদ রানা (৩০)।

গত ৪ আগস্ট দুর্গাপুরে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে নেতাকর্মীকে। দুর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক এসব তথ্য জানিয়েছেন।

এদিকে বাগমারায় গ্রেফতার আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোসলেম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোনায়েম হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ সরদার, ভবানীগঞ্জ কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি নাইমুর ইসলাম, তাহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাছ আলী, হামিরকুৎসা ইউনিয়নের ৮নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, নরদাশ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল খালেক, একই ইউনিয়নের ১ নং আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম ও উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাশকতা ও সহিংসতা দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম।

অন্যদিকে তানোরে গ্রেফতার হওয়া দুজনের নাম জানা যায়নি।

আর্কাইভ