• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুর মহানগর আ. লীগের সাবেক সহ-সভাপতি পান্না গ্রেফতার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১২:২২ পিএম

রংপুর মহানগর আ. লীগের সাবেক সহ-সভাপতি পান্না গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুর মহানগরীর সাবেক আওয়ামী লীগ সহ-সভাপতি নবী উল্লাহ পান্নাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) ভোররাতে, রংপুরের খামার মোড় এলাকা থেকে গ্রেফতার হন তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং হত্যার নির্দেশ’সহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমাঝে, ফল ব্যবসাসী মিরাজুল হত্যা মামলায় পান্নাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

মিরাজুল বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। রংপুরের সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের মুখে গুলিবিদ্ধ হন, মিরাজুল।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, বুধবার ভোরে নগরীর খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ১৯ জুলাই আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজারে এলাকায়   পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন ফল ব্যবসায়ী মিরাজুল। এ ঘটনায় নিহতের মা আম্বিয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

আর্কাইভ