• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৮:০৭ পিএম

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জান্নাত আরা হেনরিকে বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার স্বামী লাবু তালুকদারকেও গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ