• ঢাকা শনিবার
    ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ক্ষতি পোষাতে ছুটির দিনেও খোলা দেড় শতাধিক পোশাক কারখানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১১:২৫ এএম

ক্ষতি পোষাতে ছুটির দিনেও খোলা দেড় শতাধিক পোশাক কারখানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রমিক আন্দোলনে উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলের দেড় শতাধিক পোশাক কারখানা খোলা রয়েছে।

আজ সকাল থেকেই কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ।

বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন। সম্প্রতি মালিকপক্ষ শ্রমিকদের বেশ কিছু দাবি মেনে নেয়ার ঘোষণা দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকে।

ব্যবস্থাপকরা জানিয়েছেন, যথাসময়ে পণ্য রফতানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতেই ছুটির দিনেও কারখানা খোলা রাখা হয়েছে।

আর্কাইভ