• ঢাকা বৃহস্পতিবার
    ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১০:৫০ এএম

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৫

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে শিশু। এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (১৪ সেপেম্বের) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে দেওপাড়া এলাকায় এই দুর্ঘটনা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি।

তিনি জানান, পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটির। এতে ঘটনাস্থলেই শিশু’সহ চার জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও একজন।

নিহতরা হলেন- রাবেয়া, আমানুল্লাহ, মোহাম্মদ আলী, অমল কুমার ও নাজমুল। নিহতদের মরদেহগুলো কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী।

মানববন্ধন থেকে এলাকাবাসী জানায়, স্বৈরাচারি সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়া। বক্তারা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যেম স্বৈরাচারী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনায্য কর্মকাণ্ড। তাই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেয়ার।

এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।

আর্কাইভ