• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুরে মিললো লকার

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪, ১১:১০ এএম

রংপুরে যৌথ বাহিনীর অভিযানে পুকুরে মিললো লকার

রংপুর ব্যুরো

রংপুর নগরীতে একটি পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে কলেজ পাড়ায় একটি ছাত্রাবাসের পেছনের পুকুরে তল্লাশি চালানো হয়।

 

পুলিশ জানায়, বুধবার ভোরে নজরুল পাঠাগারের পাশে একটি পরিত্যক্ত লাল রংয়ের ব্রিফকেস পায় আতিকুর রহমান নামের এক নাইটগার্ড। সেটি বাড়িতে নিয়ে খুলে তিনি ভেতরে একটি লকার দেখতে পান। পরে পাঠাগারের সভাপতি রশিদুল সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে লকারটি দেন, যাতে লকারটি পুলিশকে দেয়া হয়। কিন্তু তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলেন। পরে লকারটি পুকুরে ফেলে দেয়া হয়।

 

খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। আটক করা হয় বাবলু ও আতিককে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয় লকারটি। বাবলুর দাবি, ওই লকারে একটি কাগজ ছিল এবং কালো কাগজের ১৮টি বান্ডিল ছিল। কাগজটিতে ৭৩ হাজার ইউএস ডলার থাকার কথা লেখা ছিল। তবে তাৎক্ষণিকভাবে পুকুর থেকে কোনো ডলার উদ্ধার হয়নি।

আর্কাইভ