• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ভারতে পালানোর সময় সালাম মুর্শেদীর পিএস আটক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৯:০১ পিএম

ভারতে পালানোর সময় সালাম মুর্শেদীর পিএস আটক

সাতক্ষীরা প্রতিনিধি

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পালানোর সময় সাতক্ষীরায় বিজিবির হাতে আটক হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পৌনে ৪টার দিকে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে।

আটক চঞ্চল কুমার মিত্র খুলনার রূপসা থানার সাধন কুমার মিত্রের ছেলে। তিনি খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বিজিবি সূত্র জানায়, চঞ্চল কুমার মিত্র বৈধ পাসপোর্টে ভারতে যাওয়ার জন্য সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। বিষয়টি জানতে পেরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা তাকে আটক করে।

উল্লেখ্য, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলা অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

আর্কাইভ