প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০৫:১৪ পিএম
ঘনিয়ে আসছে ঈদুল আজহা।
তাই চলমান কঠোর লকডাউন অমান্য
করেই নানা উপায়ে রাজধানী
ছাড়ছেন ঘরমুখো মানুষেরা। ভিড় বাড়ছে ফেরিঘাটে।
রোববার (১১ জুলাই) সকাল
থেকে দুপুর পর্যন্ত এমনই চিত্র দেখা
গেছে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে।
গত
৯ জুলাই বিআইডব্লিউটিসি এক বিজ্ঞপ্তিতে জানায়,
কঠোর স্বাস্থ্যবিধি মেনে ফেরিতে শুধু
পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, জরুরি সরকারি যানবাহন পারাপার করা যাবে। তবে
এই নির্দেশনা উপেক্ষা করে দৌলতদিয়া ও
পাটুরিয়া নৌপথে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত যানবাহনের সঙ্গে যাত্রী পারাপার হতে দেখা যাচ্ছে।
কথা
হয় এমনই এক যাত্রী
নূর আলমের সঙ্গে। তিনি জানান, গ্রামের
বাড়ি সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্যে ভোরে রাজধানী ছেড়েছেন
তিনি। দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছেন
সকাল ৯টায়।
তিনি
আরও বলেন, ‘আমি প্রাইভেট কোম্পানিতে
চাকরি করি। লকডাউনে অফিস
বন্ধ। তাছাড়া সামনে কোরবানির ঈদ। তাই আগেভাগেই
গ্রামের বাড়িতে যাচ্ছি।’
আবুল
হোসেন নামে এক যাত্রী
বলেন, ‘ঢাকার গাউছিয়া মার্কেটে একটি কাপড়ের দোকানে
কাজ করি। দোকান বন্ধ
থাকায় মালিক বেতন দেয় না।
তাই ঢাকায় বসে না থেকে
পরিবার নিয়ে গ্রামের বাড়িতে
যাচ্ছি।’
বিআইডব্লিউটিসি
দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক
মো. শিহাব উদ্দিন বলেন, ‘যানবাহন কম থাকায় ১৬টি
ফেরি পর্যায়ক্রমে চালানো হচ্ছে। তবে সার্বক্ষণিক ৭টি
ফেরি চলছে। তবে ট্রাকের পাশাপাশি
কিছু ব্যক্তিগত গাড়ি পাস নিয়ে
নদী পারাপার হচ্ছে। তাছাড়া জরুরি কাজ ছাড়া কেউ
নদী পার হচ্ছে না।’
টিআর/এম. জামান