• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

বন্যার স্রোতে ভেসে গেল তরুণ

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৪, ১০:০০ পিএম

বন্যার স্রোতে ভেসে গেল তরুণ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাঁশের ভেলা নিয়ে বিল পার হতে গিয়ে স্রোতের পানিতে ভেসে গেছে এক তরুণ। তার নাম মো. রনি (১৭)। তিনি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বক্করের ছেলে।

বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে একই এলাকার স্থানীয় বিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মীরা গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহষ্পতিবার বিকেলে রনি বাঁশের ভেলা তৈরি করে বিলের পানিতে নামে। এক পর্যায়ে ভেলা নিয়ে বিল পাড়ি দিয়ে স্রোতে তলিয়ে যায় ওই তরুণ।  

জানতে চাইলে ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের অতিরিক্ত পানি স্থানীয় ইছামতী খাল দিয়ে বিলে ঢুকে পড়ে। বিলের পানিতে বাঁশের ভেলা নিয়ে পার হচ্ছিল ওই তরুণ। এক পর্যায়ে পানির স্রোতে ভেসে যায়।

খবর পেয়ে দুই ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।    

আর্কাইভ