• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

চট্টগ্রামে পৌঁছেছে টিকার ১ লাখ ৮৪ হাজার ডোজ

প্রকাশিত: জুলাই ১১, ২০২১, ০১:০৮ পিএম

চট্টগ্রামে পৌঁছেছে টিকার ১ লাখ ৮৪ হাজার ডোজ

দেশজুড়ে ডেস্ক

বন্দর নগরী চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা। রোববার (১১ জুলাই) সকাল ৭টায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো চট্টগ্রামে পৌঁছায়।

ফ্রিজার ভ্যানে আসা মর্ডনা ও সিনোফার্মের মোট ১২০ কার্টন টিকা থাকে। এগুলো গ্রহণ করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, 'আমরা টিকা গ্রহণ করেছি। মর্ডানার ২২ কার্টুন ও সিনোফার্মের ৯৮ কার্টুন ভ্যাকসিন চট্টগ্রামে এসেছে। ওই কার্টুনগুলোতে মর্ডানার এক লাখ পাঁচ হাজার ৬০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা রয়েছে। ১৩ জুলাই থেকে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হবে।'

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি আরও বলেন, 'মর্ডানার ভ্যাকসিন মহানগরীর ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। যাদের বয়স ৩৫ বছর থেকে অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন সাপেক্ষে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।'

মামুন/নির্জন
আর্কাইভ