• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আসছেন ড. ইউনূস, তাই আবু সাঈদের বাড়িতে হচ্ছে রাস্তা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৯:০৩ পিএম

আসছেন ড. ইউনূস, তাই আবু সাঈদের বাড়িতে হচ্ছে রাস্তা

রংপুর ব্যুরো

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার আগমনকে ঘিরে তৈরি হচ্ছে আবু সাঈদের বাড়িতে যাওয়ার রাস্তা।

উপজেলা এলজিইডি অফিসের তত্ত্বাবধানে আবু সাঈদের বাড়িতে ঢোকার রাস্তা ইট দিয়ে তৈরি করছে সংশ্লিষ্ট দপ্তর। এ কাজে ঘাম জড়াচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তারা।

সরেজমিনে দেখা গেছে, ড. মুহাম্মাদ ইউনূসের আগমনের বার্তায় অনেক শ্রমিক বিকাল থেকে রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত হয়েছে। আবু সাঈদের বাড়ির সামনের রাস্তা থেকে আঙিনা পর্যন্ত ইট বসানোর কাজ চলছে।

আজকের মধ্যে রাস্তার কাজ শেষ করার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মশিউর রহমান।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে আন্দোলন জোরদার হয়। এক পর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামে। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ