• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিপুল টাকা-ডলার-স্বর্ণালংকারসহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আটক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০৯:২৩ এএম

বিপুল টাকা-ডলার-স্বর্ণালংকারসহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আটক

বরিশাল প্রতিনিধি

বিপুল পরিমাণ টাকা, ডলার ও স্বর্ণালংকারসহ পটুয়াখালীতে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন। গতকাল পরিবারসহ ব্যক্তিগত গাড়িতে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড চৌমাথায় সড়ককে শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনকারী শিক্ষার্থীরা ওই প্রকৌশলীর গাড়িতে তল্লাশি করে টাকা ও স্বর্ণালংকার পায়। পরে সেনাবাহিনীকে খবর দিলে বরিশাল কোতোয়ালী মডেল থানায় তাকে আটক করে নিয়ে যায়। কিন্তু পুলিশ কর্মস্থলে না ফেরায় টাকার সংখ্যা নির্ধারণ এবং তাকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছেনা। ওই নির্বাহী প্রকৌশলীর নাম হারুন অর রশিদ।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিএনসিসি সদস্য আয়াত উল্লাহ জানান, ঢাকা-ফরিদপুর-কুয়াকাটা মহাসড়কের নগরের চৌমাথা এলাকায় তারা যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে ছিলেন। সব ধরনের গাড়ি তারা চেক করেন। বিকাল সাড়ে ৫টার দিকে কালো রংয়ের একটি প্রাইভেট কার ফরিদপুরে দিকে যাচ্ছিল। দুর থেকে তিনি (আয়াতউল্লাহ) লক্ষ করেন, গাড়িটি দ্রুত ওই এলাকা অতিক্রমের চেষ্টা করছে। সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালাতে চান। এতে বাধা দেন নির্বাহী প্রকৌশলী পরিচয় দেওয়া ব্যক্তি। শিক্ষার্থীরা বড় একটি ব্যাগ খুললে বিপুল পরিমাণ টাকার বান্ডিল ও স্বর্ণালংকার দেখতে পান। তাদের ধারনা কমপক্ষে ২০ লাখ টাকা হবে।

তবে বৈধ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরিবারসহ যশোরের বাড়িতে যাচ্ছেন বলে দাবী করেছেন নির্বাহী প্রকৌশলী হারুন। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ