• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

সাকিবের পার্টি অফিস, মাশরাফির বাড়িতে আগুন

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৪, ০৮:২৮ পিএম

সাকিবের পার্টি অফিস, মাশরাফির বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর দেশত্যাগের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপাকে পড়েছেন।

শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা-ভাঙচুর করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের কার্যালয় ও বাসভবন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়ি পুড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। সোমবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা সন্ধ্যায় বলেন, কথা বলার অবস্থায় আমরা নেই। কিছুই ভালো নেই।

মাশরাফি ছাড়াও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী কার্যালয়েও আগুন দেয় বিক্ষোভকারীরা।

শুধু মাশরাফিই নন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাগুরা-১ আসরের সংসদ সদস্য সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়িতে কিছু না হলেও তার রাজনৈতিক অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে।

আর্কাইভ