• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রংপুরে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:০৬ পিএম

রংপুরে আন্দোলনকারী-আওয়ামী লীগ সংঘর্ষে আহত ৩০

রংপুর ব্যুরো

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীর সঙ্গে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ, ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৪ আগস্ট) সকালে শহরের সুপার মার্কেটের সামনে এ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

জানা গেছে, সকালে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা শহরের সুপার মার্কেট এলাকায় জড়ো হন। এ সময় আকস্মিকভাবে আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। আন্দোলনকারীরাও তাদের পাল্টা ধাওয়া দিলে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার  আবু মারুফ হোসেন (অপরাধ) জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে জানান তিনি।  

আর্কাইভ