• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৫:৩৭ পিএম

ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১১

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে শহরের ওয়াজির আলী বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সরকারি কেসি কলেজের শিক্ষার্থী শারমীন সুলতানা, আল-মামুন, সাদিয়া জেরিন, নুসরাত জাহান সাথি, সাজ্জাদ হুসাইন, হিরক হোসেন, সিটি কলেজের শিক্ষার্থী রিহান হোসেন, রিমি খাতুন, শৈলকুপা ডিগ্রি কলেজের শিক্ষার্থী মানিক হোসেন, বাঙলা কলেজের মাহিন হোসেন ও কোটচাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শিখন খান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শহরের পায়রা চত্বর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরানের নেতৃত্বে একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে ওয়াজির আলী স্কুলের সামনে যান। পরে স্কুল মাঠের মধ্যে থাকা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান তারা।

ঘটনার কিছু সময় পর পুলিশ এলে ঘটনাস্থল থেকে মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যান।

হামলার শিকার আহত শিক্ষার্থী শারমীন সুলতানা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ওয়াজির আলী স্কুল মাঠে প্রস্তুতি নিচ্ছিলাম। সেসময় অতর্কিত ছাত্রলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন। আমরা এর বিচার চাই।

এ অভিযোগের বিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি রিসিভ হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহরজুড়ে পুলিশের উপিস্থিতি রয়েছে।

আর্কাইভ