• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমি এক টাকাও দুর্নীতি করিনি : জুনাইদ আহমেদ পলক

প্রকাশিত: জুন ২৮, ২০২৪, ০৪:২৬ পিএম

আমি এক টাকাও দুর্নীতি করিনি : জুনাইদ আহমেদ পলক

নাটোর প্রতিনিধি

আমি এক টাকাও দুর্নীতি করিনি। গত ১৫ বছর ধরে সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির চেষ্টা করেছি। আর নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই এই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়েছে। 

শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোরের সিংড়ায় নিজ বাসভবনে এসব কথা বলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যানসার ও অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ২২ জন ব্যক্তির মধ্যে ১১ লাখ টাকার আর্থিক সহায়তা ও প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে আরও সাত লাখ টাকার চেক বিতরণ এবং কৃষি প্রণোদনা ও পুনর্বাসনের আওতায় দুই হাজার ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আমন ধানের পাঁচ কেজি বীজ ও ২০ কেজি করে ডিএপি-পটাশ সার বিতরণ করা হয় তার বাসভবনে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ উদ্দিন প্রমুখ।

আর্কাইভ