• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৯:১১ পিএম

বগুড়ায় বাবার সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন মুশফিক

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল ও শান্তি কামনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সোমবার সকাল ৮টায় শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা আসগর আলী।

এদিকে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান পরিবারের সদস্যদের সঙ্গে সকাল ৮টায় মাটিডালি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। এ সময় তার বাবা মাহবুব হামিদ তারা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টার মধ্যে বগুড়ার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ মুসুল্লিতে ভরে যায়। শহরের বিভিন্ন এলাকায় ১০ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন।

নামাজের আগে বক্তব্য রাখেন- বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, পৌর কাউন্সিলর আলহাজ্ব শেখ প্রমুখ।

নামাজ শেষে মাওলানা আসগর আলী দেশ, জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল এবং শান্তি কামনা করে মোনাজাত করেন। নামাজ শেষে মুসুল্লিরা কবরস্থানে গিয়ে মৃত ও জীবিত স্বজনদের জন্য দোয়া করেন। পরে এলাকায় ফিরে পশু কুরবানি করেন।

এবার বগুড়া জেলার এক হাজার ৮০৩ এলাকায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। এর মধ্যে এক হাজার ৬০৩টি ঈদগাহ ও ১৯৭টি মসজিদে।

এদিকে জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহমান পরিবারের সদস্যদের সঙ্গে সকাল ৮টায় মাটিডালি ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। এ সময় তার বাবা মাহবুব হামিদ তারা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ