• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দাঁড়িয়ে থাকা লোবেটে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক-হেলপার নিহত

প্রকাশিত: মে ২৫, ২০২৪, ১১:৪৮ এএম

দাঁড়িয়ে থাকা লোবেটে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক-হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পাইলিংবাহী একটি লোবেটের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) সকাল ৬টার দিকে কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই কাভার্ডভ্যানের চালক ও হেলপার।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, সকালে পৌলী এলাকায় পাইলিংবাহী একটি লোবেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লোবেটের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। কাভার্ডভ্যান আটক আছে।
 

আর্কাইভ