• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

টাঙ্গাইলে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০১:১৭ পিএম

টাঙ্গাইলে বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টাঙ্গাইলের কালিহাতীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা  হলেন- আফজাল হোসেন ও মো. আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলায়। তারা সম্পর্কে খালাতো ভাই।

বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর খেতে ধান কাটতে যান। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ও আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আর্কাইভ