• ঢাকা রবিবার
    ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১

সন্তানদের সম্পত্তি দিয়ে আজ ঘরে জায়গা হয় না অসুস্থ বাবার!

প্রকাশিত: জুলাই ৯, ২০২১, ১০:৩০ পিএম

সন্তানদের সম্পত্তি দিয়ে আজ ঘরে জায়গা হয় না অসুস্থ বাবার!

জুনায়েদ আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

অসুস্থ শফিকুল ইসলাম (৯৫)। ৪ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি। দু’বছর আগে সন্তানদের সকল সম্পত্তি ভাগ করে দেন তিনি। সকল ছেলেই প্রতিষ্ঠিত। সবারই রয়েছে বিলাশবহুল বাড়ি। অথচ নিজেদের অসুস্থ বাবাকে বাড়ির উঠানে ফেলে রেখেছেন সন্তানরা। 

শুক্রবার (৯ জুন) সকালে হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে লক্ষীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বর্প্ন মহলের সামনে। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত বৃদ্ধ শফিকুল বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত দুই বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার এক ছেলে বিজিবিতে চাকুরি করে, আরেক ছেলে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত, একজন মারা গেছেন এবং অন্যজন প্রবাসী। তারপরও অসুস্থ বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে ছেলেরা। তারা তাদের বাড়ির বাহিরে উঠানে ফেলে রাখে অসুস্থ বাবাকে।

পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে; জেলা প্রশাসক কার্যালয়ের দু’জন ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন ও রাসেল ইকবাল ঘটনাস্থলে যান। 

বিষয়টি বিস্তারিত শুনে সন্তানদের দায়িত্ব নিতে বলেন। তবে কোন ছেলে বাবাকে ঘরে নিতে রাজি হয়নি। এক পর্যায়ে বড় মেয়ে সুরাইয়া আক্তার তার বাবাকে নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট এর গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

এ বিষয়ে ওই বৃদ্ধের নাতি সিয়াম হোসেন জানান, দাদা এক মাস করে সকল ছেলেদের ঘরেই থাকতো। শুক্রবার আমাদের ঘরে একমাস পূর্ণ হওয়ায় চাচা শাহ আলম বিপু দাদাকে রাখার কথা। কিন্ত তিনি অজুহাতে দেখিয়ে দাদাকে রাখেনি। পরে আমি অন্য চাচাদের ও ফুফুদেরকে বিষয়টি জানাই। কিন্ত কেউই দাদাকে নিতে রাজি হয়নি। পরে দাদাকে ঘরের বাহিরে উঠানে রেখে দেই। 

এ ঘটনায় আবেগে আপ্লুত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, সন্তানেরা এত নিষ্ঠুর হয়; কল্পনাও করতে পারিনি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিলো। বাবা অসুস্থ বলে কোন সন্তানই বাবাকে ঘরে রাখতে চাইলেন না। সন্তানরা নানা অজুহাত দেখিয়ে বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন। অবশেষে আমরা আমাদের ব্যবস্থাপনায় তাকে মেয়ের বাড়ি দিয়ে আসি।

টিআর/নির্জন




দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ