• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

তীব্র তাপপ্রবাহে পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

প্রকাশিত: মে ৬, ২০২৪, ০৬:৩৩ পিএম

তীব্র তাপপ্রবাহে পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

টানা দাবদাহের পর চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়েছে। ঝড়ো বাতাস, শিলা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে। প্রায় এক মাস ধরে চলমান রয়েছে দাবদাহ। দেশের সর্বোচ্চ তাপমাত্রা কয়েক দিন রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। সোমবার (৬ মে) দুপুর ৩টা ৩৫ মিনিট থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান বলেন, টানা কয়েক দিন চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র দাবদাহ চলমান রয়েছে। তাপমাত্রা ৪০ থেকে ৪৩ ডিগ্রির মধ্য থাকছে। ২৩ এপ্রিল রাতে চুয়াডাঙ্গায় ১ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। সোমবার দুপুর থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ো ও বৃষ্টির সঙ্গে শিল পড়ছে। সোমবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫২ শতাংশ। আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল জনজীবনে। ৫ মে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, আকাশ মেঘলা থাকায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড় বইছে। মাঝেমাঝে শিল পড়ছে। বজ্রপাত শুরু হয়েছে। 

আর্কাইভ