• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জয়দেবপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

প্রকাশিত: মে ৩, ২০২৪, ১১:৩৪ এএম

জয়দেবপুরে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এতে দুটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে চারজন  যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গাইল কমিউটার ট্রেনটি উত্তরবঙ্গ থেকে ছেড়ে এসে গাজীপুর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি জয়দেবপুর স্টেশনের আউটার সিগনালে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে টাঙ্গাইল কমিউটারে খুব বেশি যাত্রী ছিলেন না। 

আর্কাইভ