• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইউনুছ

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৭:১৬ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ইউনুছ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুছ।

বুধবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হলো।

বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুছ। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি দোভাষ দুদফায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন। সবশেষ ২০২১ সালে তিন বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছিল তাকে। আজই তার মেয়াদ শেষ হয়েছে।

আর্কাইভ