• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ধ্বংসস্তূপ সেজানের কারখানা, বের করা হলো ৫২ লাশ

প্রকাশিত: জুলাই ৯, ২০২১, ০২:৫৭ পিএম

ধ্বংসস্তূপ সেজানের কারখানা, বের করা হলো ৫২ লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগা সেজানের জুস কারাখানা থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। ইতোমধ্যে ৫২ জনের লাশ ওই কারখানা থেকে বের করা হয়েছে। কারখানাটির আগুন এখন পর্যন্ত সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি। 

শুক্রবার (৯ জুলাই) দুপুরে কারখানার পোড়া ধ্বংসস্তূপ থেকে এসব লাশ উদ্ধার করা হয়। লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

বেলা দুইটার দিকে কারখানার সামনে ফায়ার সার্ভিসের ব্রিফিংয়ে জানানো হয়, কারখানার পোড়া ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও লাশ থাকতে পারে, সেজন্য আরও তল্লাশিতে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর ছয়তলা ভবনের চতুর্থতলা পর্যন্ত প্রবেশ করা গেছে। সেখান থেকেই এতগুলো লাশ উদ্ধার করা হয়েছে।

সেজান জুস কারখানায় প্রায় সাত হাজার শ্রমিক কাজ করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাততলা ভবনে থাকা কারখানাটির নিচতলার একটি ফ্লোরের কার্টন থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকেরা ভবনের ছাদে জড়ো হন। ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে। ওই সময় কারখানা ভবন থেকে লাফিয়ে পড়ে তখনই তিনজনের মৃত্যু হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভবনটির পঞ্চম ও ষষ্ঠতলায় আগুন জ্বলছিল। কারখানাটির পঞ্চমতলার একপাশে সেমাই, সেমাই ভাজার তেল, পলিথিন; অপর পাশে কারখানার গুদাম বলে শ্রমিকেরা জানিয়েছেন। কারখানার ষষ্ঠতলায় কার্টনের গুদাম বলে জানা গেছে। টানা ১৮ ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকায় ছয়তলা ভবনটিতে ফাটল দেখা দেয়।

মামুন/সবুজ/এএমকে
আর্কাইভ