• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রেম, বিয়ে অত:পর আত্মহত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৯:৫৫ এএম

প্রেম,  বিয়ে অত:পর আত্মহত্যা

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর কদমতলীতে প্রেম করে বিয়ের ৬ মাস পর স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে কাজী ইব্রাহীম (২১) নামে এক যুবকের আত্মহত্যার থবর পাওয়া গেছে।

শনিবার রায়েরবাগ খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। রায়েরবাগ এলাকায় ক্রিস্টাল এন্টারপ্রাইজ নামক একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে সেখানেই থাকতেন ইব্রাহীম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার হোসেনপুর গ্রামে। তার বাবার নাম কাজী আহসানুল্লাহ।

নিহত ইব্রাহীমের মামা সুমন সরকার বলেন, ৬ মাস আগে প্রেম করে পাশের ইউনিয়নে বিয়ে করে ইব্রাহীম। তার স্ত্রী গ্রামের বাড়িতেই থাকে। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। দুপুরের দিকে তার সহকর্মীরা রায়েরবাগ নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় ইব্রাহিমের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম বলেন, শুনেছি স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করে শনিবার ভোরের দিকে গলায় ফাঁস দিয়ে ইব্রাহীম মারা গেছে।

আর্কাইভ