প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৭:৩০ পিএম
আবার সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সিক্সটি নাইন ও চুজ ফ্রেন্ডস উইদ কেয়ার (সিএফসি) উপগ্রুপের নেতাকর্মীরা। শুক্রবার বিকাল ৫টার দিকে দুইপক্ষ দুটি হলে অবস্থান নেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান আছে।
এর আগে বৃহস্পতিবার সিএফসির এক কর্মীকে মারধর করার অভিযোগে ঘটনার সূত্রপাত। দিনভর সিএফসি উপগ্রুপ শাহ আমানত ও সিক্সটি নাইন উপগ্রুপ শাহজালাল হলে অবস্থান নিয়ে প্রতিপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় প্রক্টরিয়াল বডি ও সাংবাদিকদের উদ্দেশ করে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ছাত্রলীগ কর্মীরা।
এ ঘটনার জেরেই শুক্রবার ফের সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের এ দুটি উপগ্রুপ।
সহকারী প্রক্টর রোকন উদ্দিন বলেন, দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে আমাদের। হার্ডলাইনে যাওয়া ছাড়া মনে হচ্ছে উপায় নেই।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নুল আবেদীন যুগান্তরকে বলেন, আমাদের পর্যায়ে ফোর্স ঘটনাস্থলে আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা ছাড়া আমরা কোনো পদক্ষেপ নিতে পারছি না।
এ বিষয়ে জানতে কল করলেও দুই উপগ্রুপের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।