• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

ওয়েবসাইট হ্যাক করে রোহিঙ্গা কিশোরের জন্ম নিবন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০৭:১৭ পিএম

ওয়েবসাইট হ্যাক করে রোহিঙ্গা কিশোরের জন্ম নিবন্ধন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল গ্রামে ভুয়া পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট করতে এসে ধরা পড়েছেন ইয়াছির (১৯) নামে এক রোহিঙ্গা কিশোর। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে।

কুমিল্লা পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা জানান, মুরাদনগর উপজেলার পশ্চিম ঘোড়াশাল ৪ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও হাসিনা বেগমের ছেলে হিসেবে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে পাসপোর্ট করতে আসেন রোহিঙ্গা যুবক ইয়াছির। তার সঙ্গে কথা বলে সন্দেহ হলে নাম-ঠিকানা জিজ্ঞেস করা হয়। এ সময় তিনি সঠিকভাবে তার নাম-ঠিকানা বলতে পারেননি। পরে তাকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক ইয়াছির জানান, তিনি মিয়ানমারের আরাকান রাজ্যের মংডু অঞ্চলের বলিবাজার এলাকার সৈয়দ হোসেনের ছেলে। মিয়ানমার থেকে ২০ দিন আগে বাংলাদেশে আসার পর কক্সবাজার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ব্লকে থাকতেন।

মিয়ানমারের বলিবাজারে থাকা তার চাচাতো ভাই ওসমান কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসসংলগ্ন মদিনা ট্রাভেলসের হাসান মাহমুদ ও মোশাররফ নামে দুই দালালের কাছে পাসপোর্ট করার জন্য যোগাযোগ করিয়ে দেয়। পরে তারা পশ্চিম ঘোড়াশাল গ্রামের ভুয়া ঠিকানায় রোহিঙ্গা যুবক ইয়াছিরের সব কাগজপত্র তৈরি করে দেয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। পাশাপাশি তারা কিভাবে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করেছেন এ বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন রোহিঙ্গা যুবকের নামে জন্মনিবন্ধন করে দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা প্রতিটি জন্ম নিবন্ধন যাচাই বাছাই করে দিয়ে থাকি। ওই রোহিঙ্গা যুবক পাসপোর্ট করতে যে জন্ম নিবন্ধন নম্বরটি ব্যবহার করেছে, সেটি পশ্চিম ঘোড়াশাল গ্রামের মমিন মিয়ার নামে আমার পরিষদ থেকে জন্ম নিবন্ধন করে দেওয়া হয়েছে। যার সব কাগজ-পত্র আমাদের কাছে রয়েছে। মূলত একটি চক্র আমাদের পরিষদের ওয়েবসাইট হ্যাক করে এ জন্ম নিবন্ধন নম্বরটি ব্যবহার করে ওই রোহিঙ্গা যুবকের নাম যুক্ত করেছে; যা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রেখেছি।

এ বিষয়ে ইউএনও নাসরিন সুলতানা নিপা বলেন, জন্ম নিবন্ধন নম্বরটি ব্যবহার করে অনলাইনে নাম পরিবর্তন করা হয়েছে। ওয়েবসাইট হ্যাক করে করা হয়েছে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

আর্কাইভ