প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৯:৪২ পিএম
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনের এমপি মো. মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম।
আদালত সূত্র জানায়, ৭ জানুয়ারি নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনজুর আলমের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বাচ্চুর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়।
সে অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল। বৃহস্পতিবার এ মামলার ধার্য তারিখ ছিল। কিন্তু বিবাদী আদালতে উপস্থিত না থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।