• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

নসিমন উল্টে মারা গেলেন পৌর কাউন্সিলর

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৯:৪৯ এএম

নসিমন উল্টে মারা গেলেন পৌর কাউন্সিলর

সিটি নিউজ ডেস্ক

জয়পুরহাটে জেলা শহরের সাপ্তাহিক গরুর হাট থেকে গরু কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ক্ষেতলাল পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর শামছুল আলম (৫৪)।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার বিকালে এ ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের সদর উপজেলার জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী নামক স্থানে। শহরের নতুনহাট থেকে গরু কিনে একটি ইঞ্জিনচালিত নসিমনযোগে নিজ বাড়িতে ফেরার পথে ওই ভটভটি উল্টে তার মৃত্যু  হয়েছে।

নিহত ওয়ার্ড কাউন্সিলর সামছুল আলমের বাড়ি জেলার ক্ষেতলাল পৌরসভা এলাকার বটতলী মৃধাপাড়া মহল্লায়।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে গরু কেনার উদ্দেশে ওয়ার্ড কাউন্সিলর সামছুল আলম ক্ষেতলালের বটতলী মৃধাপাড়ার নিজ বাড়ি থেকে জয়পুরহাট জেলা শহরের নতুনহাটে যান। সেখান থেকে গরু কিনে ভটভটিযোগে তিনি বাড়িতে ফিরছিলেন। এ সময় চাকা ফেটে ভটভটিটি উল্টে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই ভটভটির আরও ৩ জন যাত্রী আহত হন।

জয়পুরহাট সদর থানার ওসি মো. হুমায়ুন কবির সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর্কাইভ