• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ব্যবসায়ীকে গণধোলাই

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ১০:০৩ এএম

স্কুলছাত্রীকে উত্যক্ত করায় ব্যবসায়ীকে গণধোলাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলছাত্রীর হাত ধরে টানাটানির সময় সোলেমান আলী (৪০) নামে এক বিচালি ব্যবসায়ীকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার উপজেলার ভেদামারী গ্রামে এ ঘটনা ঘটে।

পরে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রামবাসী তাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়। অভিযুক্ত বিচালি ব্যবসায়ী সোলেমান আলী কুষ্টিয়ার ইবি থানার শঙ্করদিয়া গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, সোলেমান আলী ভ্যানযোগে বিভিন্ন গ্রামে বিচালি কেনাবেচা করেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বিচালি বিক্রি করে আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রাম থেকে ফিরছিলেন। তখন ঘোলদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি হয়। এ সময় ২য় শ্রেণির এক ছাত্রীকে পথে একা পেয়ে পাশের ভুট্টাক্ষেতে নেওয়ার চেষ্টা করেন সোলেমান। হাত ধরে টানাটানির সময় শিশুকন্যার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে যায় এবং সোলেমান আলীকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আলমডাঙ্গা থানার ওসি শেখ গনি মিয়া বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ মামলা করেনি। তারা যদি মামলা না করেন তাহলে আমরা আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেব।

আর্কাইভ