• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

৫ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চালচল শুরু

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ১১:২১ এএম

৫ ঘণ্টা পর তিন নৌরুটে ফেরি চালচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ঘন কুয়াশায় কারণে ভোর ৫টা থেকে এ তিন রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে এ তিন রুটে ফেরি চলাচল শুরু করে। বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. খালেদ নেওয়াজ জানান, রাত ৩টা থেকে কুয়াশার কারণে এই তিনটি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করে। এ সময় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনার এড়াতে বিআইডব্লিউটিসি যান চলাচল বন্ধ ঘোষণা করে। পরবর্তীতে সকাল ৯টা ৪০ এ ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

পাটুরিয়ার-৩ নাম্বার ঘাটে নোঙর করা রয়েছে, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বনলতা নামের ২টি ফেরি। এছাড়া হঠাৎ করে কুয়াশা পড়ায় চলাচলরত নৌপথগুলোতে দিগ্বিদিক ঘুরাফেরা করার পর মাঝ নদীতে যাত্রী যানবাহন নিয়ে নোঙর করেছে ছোট-বড় ৭টি ফেরি। বর্তমানে তারা গন্তব্যের দিকে যাচ্ছে।

এদিকে সকালে ফেরি বন্ধ হওয়া এই মুহূর্তে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা একটু কম। তবে দৌলতদিয়া প্রান্তে, ঢাকাগামী সবজি ও মাছবাহী ট্রাক রয়েছে।

অন্যদিকে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় লোকসানের আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ