• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হেলিকপ্টারে ওয়াজ মাহফিলে হুজুর, ভক্তদের নিয়ন্ত্রণে পুলিশের হিমশিম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৯:০১ এএম

হেলিকপ্টারে ওয়াজ মাহফিলে হুজুর, ভক্তদের নিয়ন্ত্রণে পুলিশের হিমশিম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের জৌনপুর দরবার শরিফের বর্তমান গদ্দিনিশীন পির আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী হেলিকপ্টারে চড়ে ওয়াজ মাহফিলে যান।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের আব্বাসী মঞ্জিল থেকে হেলিকপ্টারে করে জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে যোগ দেন তিনি।

এর আগে হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এই হুজুরকে দেখতে সকাল থেকেই উৎসুক জনতা অপেক্ষা করতে থাকেন।তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে হিমশিম খেতে হয়েছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওয়াজ মাহফিলটি বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলী আকবর চেয়ারম্যানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজি মো. মফিজুল ইসলাম।

আর্কাইভ