• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: জুলাই ৮, ২০২১, ০৭:৩৮ পিএম

নারায়ণগঞ্জে ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

দেশজুড়ে ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

বৃহস্পতিবার ( জুলাই) বিকেল পৌনে ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার।

রাসেল সিকদার বলেন, ‘রূপগঞ্জের ভুলতা এলাকার গাউছিয়ায় একটি ফ্যাক্টরিতে আগুন লেগেছে, এমন সংবাদে প্রাথমিকভাবে ৭টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জানান মূলত হাসেম ফুডস নামের একটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। পরে আগুনের তীব্রতা দেখে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডব্লিউএস/এম. জামান

আর্কাইভ